About, Honours Fourth Year Result-2008

Honours Fourth Year Result-2008 প্রকাশিত হতে কিছুটা দেরী হচ্ছে। কারণ হিসেবে বলা যায়, প্রথমে প্রকাশিত যে ৫টি সাবজেক্ট-এর রেজাল্ট হয়েছিল, তাতে কিছুটা সমস্যা হয়েছিল। যারা বিভিন্ন ইয়ারে মান উন্নয়ন পরীক্ষা দিয়েছিল, তাদের কারও কারও মার্কস যোগ না করেই রেজাল্ট দেওয়া হয়। যার ফলে রেজাল্ট প্রকাশের পরও দুইবার রেজাল্ট সংশোধন করা হয়। এতে অনেকেই সেকেন্ড ক্লাস থেকে ফাস্ট ক্লাসে এবং থার্ড ক্লাস হতে সেকেন্ড ক্লাসে উন্নীত হয়। এহেন দুভোর্গ এড়াতে এবার বাকী সাবজেক্ট এর রেজাল্টে যাতে গড়মিল না হয়, সেজন্য পুরো রেজাল্ট পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। ১১ তারিখের আগে রেজাল্ট প্রকাশের কোন সম্ভাবনা নেই। কমার্সের সাবজেক্টের রেজাল্ট আগে হওয়ার সম্ভাবনা বেশি।
latest news