nu.edu.bd Honours Final Math, English, Philosophy, Islamic History Result

Honours Final Math, English, Philosophy, Islamic History Result
Result Published.

How to get Result?

http://nu.edu.bd/result.php

Admission Coaching, what are you decide


একটু ভাবুন
এইচএসসি পরীক্ষা প্রায় শেষ, আর এরই মধ্যে চলছে কোচিং সেন্টারগুলোর নানান রঙে, নানান ঢঙে আকর্ষণীয় প্রচার। ভার্সিটিতে টিকতে হলে কোচিং-এ তো ভর্তি হওয়া চাই, সঙ্গে দোয়া আর ভাগ্যও চাই। যা হোক, আপনি কোন কোচিং-এ ভর্তি হতে চাচ্ছেন বা আপনার আপ্লিক্যান্ট-কে কোথায় ভর্তি করছেন, সে কোচিং সম্পর্কে ভালো করে খবর নিয়েছেন কি? না-কি আপনার কোন বন্ধু বা কাছের কারও কাছে শুনে এই সিদ্দান্ত নিয়েছেন। আমি বলি, প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি নিজেই এই খবরটি নিন। না হলে আপনার গুরুত্ত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে।
সাধারণতঃ ঢাকার বাইরের কোচিং সেন্টার গুলোতে ভালো টিচার আসতে চায় না। তাছাড়া সেসব টিচারের ঢাকাতেই যা চাহিদা তাতে ঢাকার বাইরে আসার সময় ও সুযোগ কোথায়?
এর ফলে, প্রথম দুই-একটি ক্লাস ভালো টিচার দিয়ে করালেও পরের ক্লাসগুলো মোটামুটি কম দক্ষ টিচার দ্বারা করানো হয়। আপনি কোচিং সেন্টারগুলোর প্রসপেক্টাস দেখে খুশি হবেন না। তারা বিভিন্ন বছরের এবং বিভিন্ন ম্যাথমেটিক পরিসংখ্যানে নিজেকে প্রথম বলে উপস্থাপন করে। যা একেবারে মিথ্যা না হলেও গণিতের চালবাজি বা ম্যাজিকবাজি বলা যেতে পারে। সুতরাং ভালো করে খোঁজ খবর নিন। তারপর সিদ্ধান্ত নিন প্লিজ।