Previous Admission, National University

Previous Admission will be starting from last week of this month or first week of next month under national university. Admission process are processing by online. Admission form fill up carefully for avoid errors. Because, It is difficult to vanish errors. We shall publish details in time.
Visit Online Admission Site

In bangla :
ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে প্রিভিয়াস ভর্তি শুরু হবে এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে। এ ভর্তি প্রক্রিয়া Online Admission পদ্ধতিতে হবে। এ পদ্ধতিতে ফরম যথেষ্ট সতকর্তার সহিত পূরণ করতে হয়। কারণ একবার ভুল হলে তা সংশোধন করা দুরহ হয়ে পড়ে। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে। ফরম পূরণের আগে একবার চোখ রাখুন 24news-bd তে।

অনলাইন এ্যাডমিশনের সাইট

31 BCS Examination, Fixed Date

31 BCS Examination, Fixed Date selected. The date is 31 May, 2011. news BTV.  PSC's official web site announced about BCS exam.
Go to PSC's web site
see the Notice (pdf file)
 ৩১তম বিসিএস পরীক্ষার তারিখ ২৭মে নির্ধারণ করা হয়েছে। খবর বিটিভি'র। বিটিভির আজকের (মে ০৫, ২০১১) শিরোনামে  একথা বলা হয়। এতে বলা হয়, ** আগামী ২৭শে মে, দেশের ৬টি কেন্দ্রে ৩১তম বিসিএস এর প্রিলিমিনারী টেষ্ট একযোগে অনুষ্ঠিত হবে। পিএসসি'র অফিসিয়াল ওয়েব সাইটে এ সংক্রান্ত নোটিশও পাওয়া গেছে। অবশ্য অনেকদিন থেকে পরীক্ষার তারিখ হিসেবে ২৭মে শোনা যাচ্ছিল।

About, Honours Fourth Year Result-2008

Honours Fourth Year Result-2008 প্রকাশিত হতে কিছুটা দেরী হচ্ছে। কারণ হিসেবে বলা যায়, প্রথমে প্রকাশিত যে ৫টি সাবজেক্ট-এর রেজাল্ট হয়েছিল, তাতে কিছুটা সমস্যা হয়েছিল। যারা বিভিন্ন ইয়ারে মান উন্নয়ন পরীক্ষা দিয়েছিল, তাদের কারও কারও মার্কস যোগ না করেই রেজাল্ট দেওয়া হয়। যার ফলে রেজাল্ট প্রকাশের পরও দুইবার রেজাল্ট সংশোধন করা হয়। এতে অনেকেই সেকেন্ড ক্লাস থেকে ফাস্ট ক্লাসে এবং থার্ড ক্লাস হতে সেকেন্ড ক্লাসে উন্নীত হয়। এহেন দুভোর্গ এড়াতে এবার বাকী সাবজেক্ট এর রেজাল্টে যাতে গড়মিল না হয়, সেজন্য পুরো রেজাল্ট পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। ১১ তারিখের আগে রেজাল্ট প্রকাশের কোন সম্ভাবনা নেই। কমার্সের সাবজেক্টের রেজাল্ট আগে হওয়ার সম্ভাবনা বেশি।
latest news

4th part result, national university, Plz Cheek Again

latest news
অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার যে সকল সাবজেক্ট-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, তা পুনঃ পুনঃ সংশোধণী আকারে প্রকাশিত হয়েছে। সুতরাং অনুগ্রহ করে আবার আপনার রেজাল্ট রি-চেক করুন। সংশোধনী প্রকাশের জন্য আপাততঃ অন্য সাবজেক্ট-এর রেজাল্ট প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অপেক্ষা করুন  আর চোখ রাখুন 24news-bd তে।  সূত্রে প্রকাশ ১১ তারিখের আগে অন্য কোন সাবজেক্ট এর রেজাল্ট প্রকাশ হওয়া প্রায় অসম্ভব।
আরও খবর

National University 4th year result 2008, 2nd stage

ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ফাইনাল রেজাল্ট, বাকী কয়েকটি সাবজেক্ট-এর রেজাল্ট হওয়ার সাম্ভাব্য তারিখঃ 12 May, 2011, বিকালে। অনার্স রেজাল্ট প্রদান শেষ হবে আগামী 19 May, 2011 এর মধ্যে। অর্থাৎ বৃহস্পতিবার সর্বশেষ রেজাল্ট হতে পারে। খুব সম্ভব, 12 May, 2011 বিজনেস স্টাডিস ফ্যাকাল্টির সকল রেজাল্ট হতে পারে। অবশ্য রেজাল্ট সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ও সঠিক তারিখ দিতে নারাজ।

রেজাল্ট সম্পর্কিত সর্বশেষ খবর